ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেসিকে ছাড়াই কোয়ার্টার-ফাইনালে মিয়ামি

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১১:৪০ এএম

লিওনেল মেসিকে ছাড়াই পুমাসের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

ম্যাচটিতে বল পায়ে রাজত্ব করেছেন লুইস সুয়ারেজ। অভিজ্ঞ এই উরুগুইয়ান তারকা নিজে একটি গোল করার পাশাপাশি দুটি গোল করিয়েছেন। দলের তিনটি গোলেই অবদান রেখেছেন সুয়ারেজ। ম্যাচটি হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেত মিয়ামি।

ম্যাচের শুরুটা অবশ্য মিয়ামির জন্য সহজ ছিল না। ৩৪তম মিনিটে পুমার হয়ে গোল করে দলকে এগিয়ে দেন জর্জে রুভালকাবা। এতে চাপ বাড়ে মিয়ামির ওপর। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ডি পল গোল করে দলকে সমতায় ফেরান। সুয়ারেজের ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগান আর্জেন্টিনার এই মিডফিল্ডার।

বিরতির পর ৫৯ মিনিটে ডি বক্সের ভেতর পুমাসের ডিফেন্ডার হোসে কাইসেডোর হাতে বল লাগায় পেনাল্টি পায় মায়ামি। নিখুঁত পেনাল্টি কিক থেকে গোল করে স্কোরলাইন ২-১ করে ফেলেন সুয়ারেজ। এরপর ৬৯ মিনিটে তাদিও অ্যালেন্দের গোল মিয়ামির জয় প্রায় নিশ্চিত করে দেয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

 এই জয়ে ইন্টার মায়ামি পৌঁছে গেল কোয়ার্টার-ফাইনালে। লিগ কাপের স্ট্যান্ডিংয়ে ৮ পয়েন্ট অর্জনকারী মায়ামি হলো প্রথম এমএলএস ক্লাব যারা টুর্নামেন্টের নক-আউট পর্বে পৌঁছেছে।

DR/AHA
আরও পড়ুন