কোপা আমেরিকা ফাইনাল

নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছে। আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছে। কোপা আমেরিকায় অতিরিক্ত সময়ের খেলা না থাকলেও ফাইনালের জন্য অতিরিক্ত সময়ের খেলার ব্যবস্থা রয়েছে।

নক আউট পর্বের ম্যাচ সরাসরি টাইব্রেকারে ব্যবস্থা ছিল। কিন্তু ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ের খেলার ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে আর্জেন্টিনা গোলের দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য তাদের। বল কলম্বিয়ার গোলরক্ষক ভাগার্সের হাতে যেয়ে পড়ে। এ সময়ে খেলা নিষ্পত্তি না হলে খেলা টাইব্রেকারে গড়াবে।