টিএসসিতে আর্জেন্টাইন সমর্থকদের বিজয় উল্লাস

কোপা আমেরিকার টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষ বাঁশি বাজতেই আর্জেন্টাইন সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে।

সোমবার (১৫ জুলাই) কোপা আমেরিকার ফাইনাল খেলা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করছেন সমর্থকরা। ১৬ বারের মতো কোপা জিতে আনন্দে মেতেছেন বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা। জেতার আনন্দে দেশের বিভিন্ন আনন্দ মিছিল করেছেন আর্জেন্টাইন সমর্থকরা।

TSC

পর পর দু’বার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে হারাল তারা। যদিও পুরো ম্যাচ খেলতে পারলেন না লিয়োনেল মেসি। চোট পেয়ে মাঠ ছাড়তে হল তাকে।