অলিম্পিক ফুটবল

জমজমাট হয়ে উঠেছে ‘বি’ গ্রুপের লড়াই

টানা দুই জয়ে ফ্রান্স, স্পেন ও জাপান অলিম্পিক ফুটবলের দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। শনিবার ফ্রান্স ১-০ গোলে গিনিকে হারিয়ে 'এ' গ্রুপ থেকে শেষ আটে র্পৌঁছেছে। একই দিনে 'সি' গ্রুপের খেলায় ৩-১ গোলে ডোমিনিক রিপাবলিককে হারিয়ে স্পেন কোয়ার্টার ফাইনালে খেলার টিকেট পেয়েছে। এ ছাড়া 'ডি' গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা এশিয়ার দল জাপান ১-০ গোলে মালিকে হারায়।

'এ', 'সি' ও 'ডি' গ্রুপ থেকে একটি করে দল এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। তবে ‘বি’ গ্রুপ থেকে এখনো কোনো দলই শেষ আটে খেলা নিশ্চিত করতে পারেনি। বরং গ্রুপটিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে গ্রুপের চারটি দলই একটি করে ম্যাচে জয় পেয়েছে। চারটি দলেরই পয়েন্ট ৩। ফলে গ্রুপের শেষ ম্যাচে যারা জয় পাবে সেই দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

আর্জেন্টিনা প্রথম ম্যাচে মরক্কোর কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ইরাককে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানো মরক্কো দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের কাছে হেরেছে। আর ইরাক প্রথম ম্যাচে ইউক্রেনকে হারিয়েছিল। ফলে চারটি দলেরই এখন পয়েন্ট সমান। তবে গোল পার্থক্যে আর্জেন্টিনা গ্রুপের শীর্ষে। তারপর ইউক্রেন। এ দুই দলকে অনুসরণ করে চলেছে মরক্কো ও ইরাক।

’বি’ গ্রুপের শেষ ম্যাচ ৩০ জুলাই মাঠে গড়াবে। এদিন আর্জেন্টিনা ইউক্রেনের এবং ইরাক মরক্কোর মুখোমুখি হবে।  তবে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তাদের সঙ্গী হওয়ার দৌড়ে থাকছে মরক্কো বা ইরাক। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও ইউক্রেন ছিটকে যেতে পারে। আবার ইউক্রেন দ্বিতীয় রাউন্ডের টিকেট পেলে আর্জেন্টিনার মিশন শেষ হয়ে যেতে পারে।