বাংলাদেশের আর্চার সাগর ইসলাম বুধবার আবার প্রতিযোগিতায় নামছেন। পুরুষ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে তিনি ১/৩২ স্টেজে খেলবেন। এই স্টেজে তার প্রতিপক্ষ ইতালির আর্চার মাউরো ন্যাসপেলো। ২০০২ সালে টোকিও অলিম্পিকে তিনি রূপার পদক জয় করেছিলেন। ফলে আজ সাগর ইসলাম বড় ধরণের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছেন। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় প্রতিযোগিতা শুরু হবে।
গত ২৫ জুলাই র্যাংকিং রাউন্ডের সাগর ইসলাম ৪৫তম হয়েছিলেন। আজকের প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে সাগরের কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, সাগর তিনদিন বিশেষভাবে অনুশীলন করেছে। নিজের সেরাটা দেওয়ার জন্য সে প্রস্তুত। আশা করছি আমরা ভালো কিছু করতে পারবো।
প্যারিস অলিম্পিকে সাগর ইসলাম সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। তাদের মধ্যে সাঁতারু সামিউল ইসলাম রাফি ও শুটার রবিউল এর মধ্যে বিদায় নিয়েছেন।
