কোপা আমেরিকার সেরা একাদশ

আর্জেন্টিনার পাঁচজন, ব্রাজিলের এক

বিশ্ব ফুটবলে স্বর্ণালি সময় পার করছে আর্জেন্টিনা। একের পর এক শিরোপা জিতে চলেছে। ২০২২ সালের বিশ্বকাপ তো রয়েছেই। সঙ্গে রয়েছে টানা দুই কোপা শিরোপা। পাশাপাশি আরও রয়েছে ফিনালিসিমা। এরই মধ্যে আরও একটা সুখবর পেয়েছে দেশটি। এবারের কোপা আমেরিকার সেরা একাদশে রয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়দের আধিপত্য। লিওনেল মেসিসহ আর্জেন্টিনার পাঁচ খেলোয়াড় রয়েছেন কোপা আমেরিকার সেরা একাদশে। এই এলিট তালিকায় ব্রাজিলের মাত্র একজন খেলোয়াড়ের নাম রয়েছে। ফাইনালের দুই সপ্তাহ পর সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। 

সেরা একাদশে মেসিসহ আর্জেন্টিনার আরো রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ, ক্রিস্টিয়ানো রোমেরো ও রদ্রিগো দি পল। ব্রাজিলের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন রাফিনিয়া। কোপায় রানার্স আপ হওয়ায় কলাম্বিয়ার রয়েছেন দুই খেলোয়াড়। এ ছাড়া কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডরের একজন করে খেলোয়াড় এ তালিকায় স্থান পেয়েছেন।

কোপা আমেরিকার একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা), ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনস্টন (কানাডা), ডেভিনসন সানচেজ (কলম্বিয়া), পিয়েরো হিনকাপি (ইকুয়েডর), হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), মানুয়েল উগার্তে (উরুগুয়ে), রদ্রিগো দি পল (আর্জেন্টিনা), রাফিনিয়া (ব্রাজিল), লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও লাওতারো মার্তিনেজ (আর্জেন্টিনা)।