অলিম্পিক ফুটবল

ফ্রান্স ও স্পেন ফাইনালে

নাটকীয় জয়ে অলিম্পিকের পুরুষ ফুটবলের ফাইনালে পৌঁছেছে স্বাগতিক ফ্রান্স। সেমিফাইনালে মিসরের বিপক্ষে পিছিয়ে থাকার পর অতিরিক্ত সময়ের জোড়া গোলে তারা ৩-১ গোলের জয় নিয়ে ফাইনালে পৌঁছেছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।

আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে তারা স্পেনের মুখোমুখি হবে। অন্যদিকে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হবে মরক্কো ও মিশর। দুর্ভাগ্য মরক্কোর। স্পেনের বিপক্ষে এগিয়ে থেকে তারা ২-১ গোলে হেরে যায়।

ফ্রান্স-মিসর ম্যাচে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ৬২ মিনিটে মাহমুদ সাবেরের গোলের স্বাগতিক দলকে চমকে দেয় মিশর। তার এ গোলে জয়ের সুবাস পাচ্ছিল মিশর। কিন্তু ৮২ মিনিটে ফ্রান্সকে খেলায় ফিরিয়ে আনেন জা ফিলিপে মাতেতা। নির্ধারিত সময়ের খেলায় ফ্রান্স জয় পেতে পারতো। কিন্তু ফ্রান্সের একটি পেনাল্টির আবেদন ভিএআর দেখে রেফারি বাতিল করে দেন।

মিসরের দুর্ভাগ্য শুরু হয় অতিরিক্ত সময়ের খেলার শুরুতে। ৯২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন। আর তাতেই খেলা ফ্রান্সের নিয়ন্ত্রণে চলে যায়। মাতেতা ৯৯ মিনিটে আবার গোল করেন। মাইকেল ওলিসে ১০৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন দলের ফাইনাল খেলা নিশ্চিত হয়।