অলিম্পিক নারী ফুটবল

স্পেনকে হারিয়ে জার্মানির ব্রোঞ্জ জয়

স্পেন কাঁদলো, স্পেন হাসলো। অলিম্পিক ফুটবলের ফাইনালের দিনে এমন মিশ্র অভিজ্ঞতা নিতে হয়েছে স্পেনকে। পুরুষ ফুটবলে তারা স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছে। আর নারী ফুটবলে হারের তিক্ত স্মৃতি হজম করতে হয়েছে। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে শূন্য হাতে ফিরেছে। গিউলিয়া গুইন পেনাল্টি থেকে ৬৫ মিনিটে গোলটি করেন।

তবে দুর্ভাগ্য বলা যায় স্পেনের। অন্তত লড়াইটা আরও দীর্ঘায়িত করতে পারতো। সে সুযোগও এসেছিল। কিন্তু আলেক্সিয়া পুতেলাস সুযোগটি কাজে লাগাতে পারেননি। শুক্রবার লিওতে অনুষ্ঠিত ম্যাচে ইনজুরি সময়ে পেনাল্টি থেকে তিনি গোল করতে ব্যর্থ হওয়ায় আগেভাগে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এর মাধ্যমে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা আবার পদকের দেখা পেল। এটা তাদের চতুর্থ ব্রোঞ্জ পদক। এর আগে তারা ২০০০ সাল থেকে টানা তিনবার ব্রোঞ্জ জয় করেছিল।

ইনজুরি সময়ের অষ্টম মিনিটে পেনাল্টি পেয়েছিল জার্মানি। কিন্তু দুইবারের ব্যালন ডি অর জয়ী আলেক্সিয়া পুতেলাস গোল করতে পারেননি। তার শট নাটকীয়ভাবে রুখে দেন আন কাটরিন বার্গার। তবে পেনাল্টি সাফল্যের সঙ্গে কাজে লাগান জার্মানির গুইন। ৬৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন তিনি।