এমিরেটস কাপ জয়ের মাঝ দিয়ে আর্সেনাল প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করেছে। রোববার (১১ আগস্ট) লিওকে ২-০ গোলে হারিয়ে তারা এই শিরোপা জয় করেছে। উইলিয়াম সালিবা ও গ্যাব্রিয়েল মাঘালদেস গোল দুটো করেন।
আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা ম্যাচে শক্তিশালী দল মাঠে নামিয়েছিলেন। দলে ছিলেন মার্টিন ওডেগার্ড, ডেকলান রাইস ও বুকায়ো সাকার মতো নামি সব খেলোয়াড়রা। ফলে ম্যাচে পার্থক্য গড়তে একটু দেরি করতে হয়নি আর্সেনালকে। উইলিয়াম সালিবা নবম মিনিটে দলকে এগিয়ে নেন। গ্যাব্রিয়েল মাঘালদেস ২৭ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এ ম্যাচে মাঠে নেমেছিলেন রিকার্ডো কালাফিওরি। বোলোনিয়া থেকে এ মৌসুমে দলে যোগ দিয়েছেন তিনি। ৬৪ মিনিটে ওলেকসান্দার জিনজেঙ্কোর পরিবর্তে মাঠে নামেন কালাফিওরি।
এবারের মৌসুমে আর্সেনাল লিগ লড়াই শুরু করবে আগামী শনিবার। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ওলভারহ্যাম্পটন।