আগেই সবকিছু চূড়ান্ত হয়ে ছিল। বাকি ছিল শুধু চুক্তি। এবার সেটাও হয়ে গেল। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী খেলোয়াড় হুলিয়ান আলভারেজ এখন সেই চুক্তির ফলে ম্যানচেস্টার সিটি ছেড়ে হয়ে গেলেন অ্যাতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়। ৬ মৌসুমের জন্য তাকে পেতে ৮ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।
আলভারেজকে দলে ভিড়িয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টাইন ফরোয়ার্ডের দলবদলের বিষয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তিনি ছয় মৌসুমের জন্য চুক্তি করেছেন।
স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রান্সফার ফি হিসেবে অ্যাতলেতিকো মাদ্রিদ ৭ কোটি ৫০ লাখ ইউরো দেবে। এ ছাড়া বোনাস হিসেবে আরো ১ কোটি ইউরো দেবে।
২৪ বছর বয়সী আলভারেজকে রিভার প্লেট থেকে দলে নিতে ম্যানচেস্টার সিটি মাত্র ১ কোটি ৬০ লাখ ইউরো খরচ করেছিল। ২০২২ সালে ম্যানসিটি নাম লেখানোর পর দুই মৌসুমে আলভারেজ দুটো প্রিমিয়ার লিগের শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। ২০২২ সালে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয় করার পর এবার জিতেছেন কোপা আমেরিকা শিরোপা।
আলভারেজের বিদায়ে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেন, তার আচরণের জন্য এখানে তাকে সবাই খুব ভালোবাসতো । আমি আগেও বলেছি, অনেকবার অনেক খলোয়াড় সম্পর্কে যা বলেছি আবারও সেই কথা বলছি- সে যেতে চেয়েছে, সে নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছে।