লিগ ওয়ান

শেষ সময়ের চমকে পিএসজির বড় জয়

কিলিয়ান এমবাপ্পে দল ছাড়ার পর লিগ ওয়ানে শুক্রবার প্রথম ম্যাচে মাঠে নেমেছিল প্যারিস সেন্ত জার্মেই। শুরুটা ভালোই হয়েছে তাদের। প্রথম ম্যাচে লে হাভরেকে ৪-১ গোলে হারিয়েছে তারা।

স্কোরলাইন বলছে সহজ জয় প্যারিস সেন্ত জার্মেইয়ের। তবে মাঠের পারফরম্যান্স সে কথা বলেনি। পিএসজি তাদের শেষের তিন গোল পেয়েছে ম্যাচ শেষের পাঁচ মিনিটে। অর্থাৎ ৮৫ মিনিট পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ছিল।

ফ্রেঞ্চ ফুটবল লিগে প্যারিস সেন্ত জার্মেইয়ের রয়েছে একছত্র আধিপত্য। গত ১২ মৌসুমে দলটি দশবার শিরোপা জয় করেছে। এমবাপ্পের বিদায়ের পর তারা দল পুনর্গঠনের চেষ্টা করছে। তারই অংশ হিসেবে তরুণদের নিয়ে দল গড়েছে তারা। এবারের লিগে সবচেয়ে তরুণ দল তাদের।

ম্যাচ শেষে পিএসজি কোচ লুই এনরিকে বলেন, ম্যাচটি মোটেও সহজ ছিল না। তবে আমরা হয়তো ধীরে সুস্থে শুরু করেছি। আমরা দ্রুত একটা গোল পেয়ে যাই। সে কারণে হয়তো আমরা একটু রিলাক্স ছিলাম।

পিএসজি তাদের ১৬ বছর বয়সী ইব্রাহিমকে নিয়ে একাদশ সাজিয়েছিল। তারপরও ম্যাচে ব্যবধান গড়তে মোটেও দেরি হয়নি তাদের। ম্যাচের তৃতীয় মিনিটে দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড লি ক্যাং ইন গোল করে দলকে এগিয়ে নেন। ম্যাচে পিএসজির জন্য বড় ধাক্কা হয়ে দেখা দেন গনকালো রামোস। প্রথমার্ধের ২০ মিনিটে তিনি আহত হয়ে মাঠ ছাড়েন।

বিরতির পরপরই লে হাভরে চমকে দেয় পিএসজিকে। গাউতিয়ের লোরিস ৪৮ মিনিটে গোল করে সমতায় ফেরান। পয়েন্ট হারানোর শঙ্কা যখন জোরালো হয়েছে তখন আক্রমণের ধার বাড়িয়েছে পিএসজি। তারই সুবাদে শেষ পাঁচ মিনিটে তারা গোল উৎসব করেছে। ওসমানে দেম্বেলে ৮৫মিনিটে, ব্রাডলে বার্কোলা ৮৬ মিনিটে ও র্যান্ডল কোলো মুয়ানি ৯০ মিনিটে গোল করেন। মুয়ানির গোলটি ছিল পেনাল্টি থেকে পাওয়া।