সৌদি প্রো লিগ

রোনালদোর গোল সত্ত্বেও ড্রতে শুরু আল নাসরের

সৌদি প্রো লিগে মৌসুমের শুরুটা স্বস্তিদায়ক হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। বৃহস্পতিবার প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল রোনালদোর আল নাসর। পর্তুগিজ তারকার গোল সত্ত্বেও তারা নিজেদের মাঠে আল রিয়াদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

দুর্ভাগ্য বলা যায় রোনালদোর, একই সঙ্গে আল নাসরের। ম্যাচের শেষ দিকে দ্বিতীয়বার আল রিয়াদের জালে বল ফেলেছিলেন রোনালদো। কিন্তু শেষ পর্যন্ত গোলটি পাননি তিনি। ভিএআর দেখে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

ম্যাচের ৩৪ মিনিটে রোনালদোর করা গোলের সুবাদে আল নাসর এগিয়ে গিয়েছিল। এর মাধ্যমে মৌসুমের প্রথম ম্যাচেই গোলের দেখা পান রোনালদো। পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো গত মৌসুমে রেকর্ড ৩৫ গোল করেছিলেন। আল রিয়াদের পোস্টের কাছ থেকে জোরালো হেডে গোল করেন তিনি। এ গোলের মাঝ দিয়ে সৌদি প্রো লিগে ৪৮তম ম্যাচে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন এ পর্তুগিজ।

রোনালদোর গোলে পিছিয়ে পড়লেও আল রিয়াদ দমে যায়নি। গত বছর ১২তম স্থানে থেকে লিগ শেষ করা রিয়াদ প্রথমার্ধের শেষ মুহূর্তে মোহাম্মদ ফৌজায়িরের গোলে সমতায় ফেরে।

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো ট্রফির দেখা পাননি। গত বছর সৌদি প্রো লিগে দ্বিতীয় হয় তার দল। সৌদি কিংস কাপের ফাইনালেও ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল রোনালদোকে। গত শনিবার সৌদি সুপার কাপেও হতাশ হতে হয়েছে তাকে।