ক্রিস্তিয়ানো রোনালদো আবারও গোলের দেখা পেলেন। তবে টানা দ্বিতীয় ম্যাচে হেরে গেল তার দল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সৌদি প্রো লিগে ঘরের মাঠে আল কাদসিয়াহর বিপক্ষে ২-১ গোলে হেরেছে আল নাস্র। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
৫১তম মিনিটে হুলিয়ান কিনিয়োনেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর, ৬৬তম মিনিটে ব্যবধান বাড়ান নাইতান নান্দেস। ৮১তম মিনিটে রোনালদোর সফল স্পট-কিকে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুললেও, বাকি সময়ে দারুণ কিছু করতে পারেনি আল নাস্র।
পেশাদার ক্যারিয়ারে এই নিয়ে টানা ২৫ পঞ্জিকাবর্ষের সবকটিতে গোল করলেন রোনালদো। হাজার গোলের পথে ছুটে চলা পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ার গোল হলো ৯৫৮টি। ১৩ ম্যাচে ১৪ গোল করে এবারের সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরারও ৪০ বছর বয়সী সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে আসরের প্রথম ১০ ম্যাচের সবকটি জয়ের কীর্তি গড়ার পর যেন পথ হারিয়ে ফেলেছে আল নাস্র। পরের তিন ম্যাচেই জয়হীন তারা।
গত বছরের শেষ ম্যাচে আল ইত্তিফাকের সঙ্গে ২-২ ড্রয়ের পর, নতুন বছরের প্রথম ম্যাচে আল-আহলির বিপক্ষে ৩-২ গোলে হারে আল নাস্র। সেই রেশ থাকতেই তাদের সঙ্গী হলো আরেকটি পরাজয়।
দুই সপ্তাহ আগেও লিগ টেবিলে ৪ পয়েন্টে এগিয়ে সবার ওপরে ছিল তারা। এখন উল্টো তারা শীর্ষস্থানের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আল হিলাল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল নাস্র।
রাজধানীর যেসব মার্কেট-দোকান বন্ধ থাকবে আজ
