সৌদি প্রো লিগে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে আলো ছড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করেছেন এবং এক গোলের রূপকারও হয়েছেন। কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আল ফেহার বিপক্ষে তার দল আল নাসর জয় পেয়েছে ৪-১ গোলে। জোড়া গোল করেছেন অ্যান্ডারসন তালিসকা। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন রোনালদো।
দুই ম্যাচে এটা আল নাসরের প্রথম জয়। প্রথম ম্যাচে তারা পয়েন্ট ভাগাভাগি করেছিল। এ ম্যাচে গোল করার মাঝ দিয়ে রোনালদো তার গোল যাত্রা অব্যাহত রেখেছেন দুই ম্যাচে দুই গোল তার।
আল নাসর প্রথম গোল পায় পঞ্চম মিনিটে। রোনালদোর তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে তালিসকা দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে রোনালদো গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন।
ম্যাচের শেষ পাঁচ মিনিট দর্শকের জন্য ছিল উৎসবের সময়। স্বল্প সময়ে দর্শকেরা তিনবার গোলের দেখা পেয়েছে। ৮৫ মিনিটে মার্সেলো ব্রোজোভিচ গোল করে আল নাসরকে ৩-০ গোলে এগিয়ে নেন। পরের মিনিটে আল ফেহা ব্যবধান কমান। কিন্তু ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে তালিসকা আবার গোল করে ব্যবধান ৪-১ গোল করে বড় জয় নিশ্চিত করেন।
এই হারের ফলে আল নাসরের বিপক্ষে আল ফেহার জয়হীন থাকার পথটা আরো দীর্ঘ ছিল। সর্বশেষ ১১ ম্যাচের একটাতে তারা জয় পয়নি। আট ম্যাচে হেরেছে, তিন ম্যাচ ড্র করেছে।