চাপটা ক্রমেই বেড়ে চলছিল। একে একে তিন ম্যাচ পার। অথচ কোনো গোল নেই কিলিয়ান এমবাপ্পের। ফলে দর্শকের উৎকণ্ঠা বাড়ছিল, তেমনটি অস্বস্তি বাড়ছিল কর্মকর্তাদের। চতুর্থ ম্যাচে এসে সেই ফাড়া কাটলো এমবাপ্পের। করলেন জোড়া গোল। তার জোড়া গোলের সুবাদে রোববার নিজেদের মাঠের খেলায় রিয়াল বেতিসকে ২-০ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের করা দুই গোলের একটা ছিল পেনাল্টিতে পাওয়া।
চার ম্যাচে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় জয়। চার ম্যাচে দুটোতে ড্র করেছে দলটি। আট পয়েন্ট তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। সবার উপরে রয়েছে বার্সেলোনা। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। এবারের লিগে বার্সেলোনা একমাত্র দল যারা এ পর্যন্ত কোনো পয়েন্ট হারায়নি।
গত জুনে প্যারিস সেন্ত জার্মেই থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। উয়েফা সুপার কাপে আটালান্টার বিপক্ষে প্রথম ম্যাচে একটা গোল করলেও লিগের প্রথম তিন ম্যাচে কোনো গোলের দেখা পাননি। রোববার সেই গোল খরা থেকে মুক্তি পেলেন তিনি। এর ফলে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে অস্বস্তি থেকে মুক্তি পেলেন এই ফ্রেঞ্চ তারকা।
তবে এ ম্যাচেও রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল। প্রথমার্ধে তারা গোল করতে পারেনি। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর কিলিয়ান এমবাপ্পের মধ্যে বোঝাপড়ায় কিছুটা সমস্যাও হচ্ছিল। তা ছাড়া রক্ষণভাগে বেতিস বেশ সংগঠিত ছিল। পাশাপাশি তাদের আক্রমণভাগও যথেষ্ট ভালো খেলেছে। প্রথম ১৫ মিনিটে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।
তবে সব চাপ উপেক্ষা করে ৬৭ মিনিটে এমবাপ্পে গোল করেন। লিগে এটা তার প্রথম গোল। তার এ গোলে রিয়াল মাদ্রিদের সমর্থকদের মাঝে একটা স্বস্তি নেমে আসে। আট মিনিট পর রিয়াল মাদ্রিদ আবার গোল পায়। পেনাল্টি থেকে গোলটি করেন এমবাপ্পে। ভিনিসিয়াস জুনিয়ারকে ফাউল করার সুবাদে এই পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ।