প্যারিস ক্লাব পিএসজিতে এখন নেই কিলিয়ান এমবাপ্পে। দুই মাস যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। কিন্তু সাবেক ক্লাবটির সঙ্গে হিসাব নিকাশ এখনো শেষ হয়নি। এমবাপ্পের দাবি পিএসজির কাছে তার সাড়ে পাঁচ কোটি ইউরো পাওনা। ফ্রেঞ্চ লিগের লিগ্যাল কমিশন এমবাপ্পের দাবিকৃত অর্থ পরিশোধের জন্য প্যারিস সেন্ত ক্লাবকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নির্দেশ দিয়েছে।
এমবাপ্পে পাওনা টাকা চাওয়ার পর পিএসজি তার দাবি প্রত্যাখ্যান করেছিল। একই সঙ্গে জানিয়েছিল, এমবাপ্পের সব অর্থ পরিশোধ করা হছে। তবে বিষয়টি সমাধানের জন্য ফ্রেঞ্চ লিগের লিগ্যাল কমিশন মধ্যস্থতার প্রস্তাব দিলে এমবাপ্পে তা প্রত্যাখান করেন। এ ঘটনার একদিন পরেই ফ্রেঞ্চ লিগের লিগ্যাল কমিশন এই নির্দেশ দিয়েছে।
বিষয়টি সমাধানের জন্য পিএসজির কর্মকর্তা ও এমবাপ্পের প্রতিনিধি গত বুধবার প্যারিসে এক বৈঠকে বসেছিলেন। বৈঠকের পর এমবাপ্পের প্রতিনিধি এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, পিএসজি ক্লাবের কাছে এমবাপ্পে তিন মাসের বেতন ও লয়্যালটি বোনাসের শেষ তিন ভাগের এক ভাগ পাওনা রয়েছে। পিএসজি এই অর্থ পরিশোধ করতে চায় না। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এ ব্যাপারে তারা আইনি পদক্ষেপ নেবে।
অন্যদিকে পিএসজির দাবি, একটা চুক্তির কারণে ক্লাবের কাছ এমবাপ্পের আর কোনো পাওনা নেই। ২০২৩-২৪ মৌসুমে বিশ্বকাপ জয়ী তারকাকে যখন একাদশের বাইরে রাখা হয়েছিল তখন তার সঙ্গে একটা চুক্তি হয়েছিল। তাকে একাদশে রাখলে বোনাসের দাবি তিনি ছেড়ে দেবেন বলে চুক্তি হয়েছিল।
পিএসজি ছাড়ার আগে শেষ সময়ে ক্লাবের সঙ্গে এমবাপ্পের সম্পর্কটা খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছিল। ম্যাচের পর ম্যাচ তাকে মাঠের বাইরে রাখা হয়েছিল। নতুন সব কর্মকাণ্ডের ফলে তাদের মধ্যে সম্পর্কের যে আরো অবনতি হবে তা নিশ্চিতই বলা যায়।