সৌদি প্রো লিগ

আত্মঘাতী গোলে হার এড়ালো রোনালদোর আল নাসর

সৌদি ক্লাব আল আহলি হয়ে ইংল্যান্ডের স্ট্রাইকার ইভান টনির অভিষেক হয়েছে। প্রথম ম্যাচে গোল পাননি তবে তার দল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরকে রুখে দিয়েছে। ইনজুরি সময়ে আত্মঘাতী গোলের সুবাদে আল নাসর ১-১ গোলে ড্র করেছে।

ফ্রাঙ্ক কেসি আল আহলির হয়ে গোল করে দলকে এগিয়ে নেন। ইনজুরি সময়ের নবম মিনিটে মোহাম্মদ আল হুরেজির আত্মঘাতী গোলের আল নাসর সমতা ফেরায়। নিজেদের মাঠের খেলায় ভাগ্যক্রমে পয়েন্ট ভাগাভাগি করে ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে আল আহলি নবম স্থানে।

২৮ বছর বয়সী ইভান টনি গত মাসের শেষে ব্রেন্টফোর্ড থেকে আল আহলিতে যোগ দেন। আল আহলিতে এসে সতীর্থ হিসেবে পেয়েছেন লিভারপুলের সাবেক খেলোয়াড় রবার্তো ফিরমিনো, ম্যানচেস্টার সিটির সাবেক উইঙ্গার রিয়াদ মাহরেজ ও চেলসির গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি।

এ ম্যাচ শুরুর আগে আল নাসর ক্লাব ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯০০তম গোল উপলক্ষ্যে উৎসব করে। আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশনস কাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে রোনালদো আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলে ৯০০তম গোল করেন। পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও গোল করেন এই পর্তুগিজ তারকা।