ফিফা অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবলে জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মেসির দেশ জার্মানির কাছে ৫-১ গোলে হেরেছে। কোয়ার্টার ফাইনালে জার্মানি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে। যুক্তরাষ্ট্র অতিরিক্ত সময়ের খেলায় ৩-২ গোলে মেক্সিকোকে হারায়।
এদিকে আর্জেন্টিনার বিদায়ের দিনে জয়োৎসব করেছে ব্রাজিল। তারা অতিরিক্ত সময়ের খেলায় ৩-১ গোলে ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাজিল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে।
জার্মানির কাছে আর্জেন্টিনা পাত্তাই পায়নি। প্রথমার্ধে জয়ী দল ৪-১ গোলে এগিয়ে ছিল। ৩৭ মিনিটের মধ্যে তারা আর্জেন্টিনার জালে চার বার বল ফেলে। প্রথমার্ধেই আর্জেন্টিনা এক গোল পরিশোধ করলেও আর গোলের দেখা পায়নি তারা। ফলে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।
কোয়ার্টার ফাইনালে স্বাগতিক কলাম্বিয়াও জায়গা করে নিয়েছে। তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শেষ আটে পৌঁছেছে। সেমিতে ওঠার লড়াইয়ে তারা নেদারল্যান্ডসের মুুখোমুখি হবে। ইউরোপের দেশটি শেষ ষোলোর লড়াইয়ে ইউরোপের আরেক দেশ ফ্রান্সকে অতিরিক্ত সময়ের খেলায় ২-১ গোলে হারায়।