ইরাকে যাননি ক্রিশ্চিয়ানো রোনালদো

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ইরাকে যাননি আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। হঠাৎ তিনি অসুস্থতা বোধ করায় তাকে ইরাক সফরগামী দল থেকে বাদ দেওয়া হয়। পরে পরীক্ষানিরীক্ষার পর জানা যায় রোনালদো ভাইরাসজনিক সমস্যায় ভুগছেন।

এক বিবৃতিতে আল নাসর জানিয়েছে, রোনালদো শারীরিকভাবে ভালো বোধ করছেন না। তিনি ভাইরাসজনিত সমস্যায় ভুগছেন। ডাক্তার জানিয়েছেন, রোনালদোর বিশ্রামের প্রয়োজন। ফলে তিনি ইরাকের আল শর্তার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলবেন না।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবার নতুন ফরম্যাটে শুরু হয়েছে। এশিয়ার শীর্ষস্থানীয় ক্লাবগুলো এবারের লিগে অংশ নিচ্ছে।

পর্তুগালের হয়ে নেশনস লিগে অংশ নেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন। ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে একটা করে গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের নিজেদের গোল সংখ্যা ১৩২ এ উন্নীত করেছেন। পর্তুগিজ এ তারকা বিভিন্ন ক্লাবের হয়ে পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করলেও আল নাসরের হয়ে এখনো কোনো শিরোপার দেখা পাননি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হতে এখন রোনালদোকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। ওইদিন রোনালদোর আল নাসর কাতারের আল রায়ানের বিপক্ষে খেলবে।