উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

হারে মিশন শুরু ১০ জনের বার্সেলোনার

ঘরোয়া লিগে উড়ছে বার্সেলোনা। একমাত্র দল হিসেবে শতভাগ জয় তাদের। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই নাস্তানাবুদ হয়েছে দলটি। ফ্রান্সের ক্লাব এএস মোনাকোর কাছে হেরে গেছে তারা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হেরেছে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি।

ম্যাচের শুরুতেই বার্সেলোনার হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল। একদিকে শক্তিশালী মোনাকো অন্যদিকে ম্যাচের প্রায় পুরোটা সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে। ম্যাচের দশম মিনিটে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। অবশ্য এ গোলের জন্য বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে দায়ী করা যায়। তার একটা দুর্বল পাসের বল গোলের সামনে পেয়ে গিয়েছিলেন মোনাকোর জাপানি খেলোয়াড় তাকুমি মিনামিনো। তাকে রুখতে গিয়ে পেছন থেকে রুখতে ফেলে দিয়েছিলেন এরিক গার্সিয়া। বিপদ সীমার বাইরে হওয়া পেনাল্টি পাওয়া থেকে রক্ষা পেলেও লাল কার্ড থেকে রেহাই পাননি গার্সিয়া।

এ ঘটনার ছয় মিনিট পর মাগনেস আকলিওচের গোলে মোনাকো এগিয়ে যায়। অবশ্য খুব বেশি সময় এ গোলের অস্বস্তি বার্সেলোনাকে বয়ে বেড়াতে হয়নি। ২৮ মিনিটে লামিনে ইয়ামালের গোলে সফরকারী দল ম্যাচে ফিরে আসে। মৌসুমে লামিনে ইয়ামালের একটা চতুর্থ গোল তবে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম।

এ গোলের মাঝ দিয়ে একটা কীর্তিও গড়েছেন ইয়ামাল। দ্বিতীয় সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন তিনি। সবচেয়ে কম বয়সে গোল  করার কীর্তিটা আনসু ফাতির। ইয়ামাল ১৭ বছর ৬৮ দিন বয়সে গোল করেছেন। আর ফাতি ২০১৯ সালের ডিসেম্বরে যখন গোল করেছিলেন তখন তার বয়স ইয়ামালের থেকে ২৮ দিন কম ছিল।

গত জুলাইতে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করে ইউরোতে সবচেয়ে কম বয়সে গোল করার কীর্তি গড়েছিলেন তিনি।

৭১ মিনিটে জর্জ ইলেনিখেনার গোলে আবার এগিয়ে যায় স্বাগতিক মোনাকো। এবার আর গোল পরিশোধ করতে পারেননি বার্সেলোনা। ফলে হারের অস্বস্তি নিয়ে শুরু হয় বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উদ্ধারের মিশন।