এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে (এসিএলই) অভিষেক ম্যাচের গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোলের সুবাদে গ্রুপ পর্বে আল রায়ানকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রোনালদো দলের হয়ে দ্বিতীয় গোলটি করে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে গ্রুপ পর্বে আল নাসরের এটা দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা আল শর্তার বিপক্ষে খেলেছিল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। অসুস্থতার কারণে রোনালদো সে ম্যাচে খেলতে পারেননি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের অভিষেক ম্যাচে দারুণ ছন্দে ছিলেন রোনালদো। প্রথম ১৫ মিনিটে দুইবার তিনি গোলের সুযোগ তৈরি করেছিলেন। তবে গোল পেতে তাকে ৭৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তার আগে প্রথমার্ধের ইনজুরি সময়ে সাদিও মানে গোল করে আল নাসরকে এগিয়ে নিয়েছিলেন।
রোনালদো অবশ্য একবার দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের জালে বল ফেলেছিলেন। গোল উৎসবও শুরু করেছিলেন। তবে ভিএআর দেখে রেফারি অফসাইডের কারণে গোলটি বাতিল করেন।
এ জয়ের ফলে আল নাসর গ্রুপে তৃতীয় স্থানে উঠে এসেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের দ্বিতীয় ম্যাচ শেষে আল নাসর এখন মনোযোগী হবে ঘরোয়া লিগে। এবার তারা আল ওরোবাহের মুখোমুখি হবে।