চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের গোল উৎসব

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে গোল উৎসব করেছে বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠের খেলায় তারা সেল্টিককে ৭-১ গোলে হারিয়েছে। প্রথমার্ধেই তারা জয়ী দল পাঁচ গোল করে। করিম আদেয়েমি হ্যাটট্রিক করেছেন।

বিশাল এ জয়ে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। ৩৬ দলের মধ্যে ডর্টমুন্ড দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দুই ম্যাচের দুটোতে জয় ডর্টমুন্ডের। তাছাড়া গোল পার্থক্য রয়েছে ৯। সে কারণে ব্রেস্ট ও বেয়ার লেভারকুসেনের সমান পয়েন্ট সত্ত্বেও তারা শীর্ষে জায়গা করে নিয়ে।

আদেয়েমি ২০০২ সালের পর ডর্টমুন্ডের প্রথম খেলোয়াড় যিনি ইউরো প্রতিযোগিতায় হ্যাটট্রিকের দেখা পেলেন। ম্যাচ শেষে আদেয়েমি বলেন, আমরা সাত গোল করেছি, যা সত্যিই আনন্দদায়ক। আমরা যদি এভাবে খেলা অব্যাহত রাখতে পারি তাহলে আবার ফাইনালে খেলতে পারি।

এমন জয়ের পর দারুণ খুশি ডর্টমুন্ড কোচ নুরি শাহিন। তিনি বলেন, আমরা সব সময় সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা দিনে দিনে শক্তিশালী দল হয়ে উঠছি। আমরা যদি এভাবে খেলি তাহলে আমাদের হারানো কঠিন। ছেলেরা যেভাবে খেলেছে তাতে করে আমি খুশি।

ডর্টমুন্ড তাদের পরের ম্যাচে ২২ অক্টোবর মাঠে নামবে। এদিন তাদের কঠিন পরীক্ষায় নামতে হবে। কেননা প্রতিপক্ষের নাম রিয়াল মাদ্রিদ। গত বছর এ দুটো দল ফাইনালে খেলেছিল।