সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরোয়া লিগে যেমন যাচ্ছেতাই যাচ্ছে না, ইউরোপা লিগেও তেমন অবস্থা। সব ধরণের প্রতিযোগিতায় দাপিয়ে বেড়ানো দলটি এখন নিজেদের হারিয়ে খুঁজছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ইউরোপা লিগে এফসি পোর্তোর সঙ্গে তারা ৩-৩ গোলে ড্র করেছে।
ম্যানইউয়ের নাটকীয় ড্র বলা হয়। নিশ্চিত হারের ম্যাচে তারা ড্র নিয়ে ফিরেছে। যদিও একটা পর্যায়ে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। মাত্র ২০ মিনিটের মধ্যে এই ব্যবধানে দলকে এগিয়ে নিয়েছিলেন মার্কাস রাশফোর্ড ও রাসমাস। কিন্তু পোর্তো দারুণভাবে ঘুরে দাঁড়ায়। মাত্র ২৩ মিনিটে তারা তিন গোল করে ম্যানইউকে হারের শঙ্কায় ফেলে দেয়।
ম্যাচে ম্যানইউয়ের হার তখন নিশ্চিত। আর তখনই দলকে হারের হাত থেকে রক্ষা করেন হ্যারি মাগুয়েরে। ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করেন তিনি। ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে।
এদিকে ম্যানইউয়ের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ দলের দুশ্চিন্তা বাড়িয়ে চলেছেন। এ ম্যাচেও লাল কার্ড দেখেছেন তিনি। ৮১ মিনিটে লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। লিগের সর্বশেষ ম্যাচেও পাওয়া লাল কার্ডকে সঙ্গী করে এ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।