ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্লাব বিশ্বকাপের দ্রুততম গোল ফডেনের, ম্যানসিটির শুভ সূচনা

আপডেট : ১৯ জুন ২০২৫, ০১:০৯ এএম

ফিল ফডেনের দুই মিনিটের গোলে ম্যানসিটি হারালো উইদাদ এসিকে। মরক্কান ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু করলো ইংলিশ প্রিমিয়ার লিগের দল।

ম্যানসিটি দ্বিতীয় গোল পেয়েছে বিরতির আগে। জেরেমি ডকুকে গোলটি বানিয়ে দেন ফডেন।

ফডেন ক্লাব বিশ্বকাপের দ্রুততম গোল করেন বক্সের মধ্যে থেকে। সাভিনহোর শট উইদাদ গোলকিপার এল মেহদি ব্লক করলে বল পান ইংলিশ মিডফিল্ডার। তারপর জাল কাঁপাতে সময় নষ্ট করেননি।

ফডেন ক্লাব ও দেশের হয়ে ২০ ম্যাচে প্রথম গোল করেন। বিরতির আগে ফডেনের কর্নারে গোলমুখের সামনে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ডকু। ৮৮ মিনিটে রিকো লুইস লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে খেলা শেষ করে সিটি।

আগামী রোববার আটলান্টায় আল আইনের মুখোমুখি হবে ম্যানসিটি।

MMS
আরও পড়ুন