মেজর সকার লিগ

রেকর্ড পয়েন্টের পথে আরও এক ধাপ এগিয়ে ইন্টার মায়ামি

মেজর সকার লিগের দল ইন্টার মায়ামি উড়ছে। কয়েকদিন আগে তারা সাপোর্টার্স শিল্ড জয় নিশ্চিত করেছে। আর শনিবার (৫ অক্টোবর) রাতে ইতিহাস গড়ার পথে এক ধাপ এগিয়ে গেছে। বিএমও ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে টরোন্টো এফসিকে ১-০ গোলে হারানোর মাঝ দিয়ে তারা মেজর সকার লিগে রেকর্ড পয়েন্ট অর্জনের পথে এগিয়ে গেছে দলটি। আর একটা মাত্র জয় পেলেই মেজর সকার লিগের একক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার কীর্তি গড়বে দলটি।

গুরুত্বপূর্ণ এ জয়ে একমাত্র গোলটি করেছেন লিওনার্দো কাম্পালা। ম্যাচের একেবারে অন্তিম মুহুর্তে লুইস সুয়ারেজের পাস থেকে কাম্পালা কাঙ্খিত গোলটি করেন। এটি ছিল কাম্পালার অষ্টম গোল।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচ সত্ত্বেও ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো ছিলেন হালকা মেজাজে। তাইতো প্রথম একাদশে রাখেননি দলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে। বিশ্রামে ছিলেন সার্জিও বাস্কুয়েতটসও। দ্বিতীয়ার্ধে তাদের মাঠে নামান এবং কাঙ্খিত জয় পান।

মেজর সকার লিগে বর্তমানে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনের কীর্তি রয়েছে নিউ ইংল্যান্ড রেভোলুশনের। ২০২১ সালে তারা ৭৩ পয়েন্ট পেয়েছিল। ইন্টার মায়ামির বর্তমান পয়েন্ট ৭১। শেষ ম্যাচে তারা জয় পেলে ৭৪ পয়েন্ট হবে। সে ক্ষেত্রে তারা এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের কীর্তি গড়বে।

আগামী ১৯ অক্টোবর মায়ামি নিজেদের মাঠে নিউ ইংল্যান্ডের মুখোমুখি হবে।