প্রথমার্ধেই রবাট লেভানডোভস্কি হ্যাটট্রিক করলেন। লা লিগার শীর্ষ দল বার্সেলোনা দেপোর্তিভো আলাভেসের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরলো। একই সঙ্গে দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে বাড়ালো তারা।
বার্সেলোনা লিড নিতে বেশি সময় নষ্ট করেনি। সপ্তম মিনিটে রাফিনিয়ার ফ্রি কিক থেকে হেড করে জাল কাঁপান লেভানডোভস্কি। পোলিশ স্ট্রাইকারকে দিয়ে আরেকটি গোল বানিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ২২ মিনিটে ২-০ করেন লেভানডোভস্কি। ৩২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
৩৬ বছর বয়সী লেভানডোভস্কি নবম ম্যাচে ১০ নম্বর লিগ গোল করলেন। তাতে করে শীর্ষ গোলদাতার আসনে শক্ত অবস্থান নিলেন তিনি।
বার্সেলোনা আরও গোল পেতে পারতো। কিন্তু অ্যান্তনিও সিভেরা শক্ত হাতে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান। ছয়টি সেভ করেন আলাভেস কিপার।
এই জয়ে বার্সা ৯ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে শীর্ষে। রিয়ালের (২১) চেয়ে তিন পয়েন্টে এগিয়ে। আর আলাভেস ১০ পয়েন্ট নিয়ে ১২তম।