সাফে দারুণ সুযোগ রয়েছে নারী ফুটবল দলের: পিটার বাটলার

ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মেয়েদের সপ্তম সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। আগামী রোববার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজ সকালে বাংলাদেশ দল মাঠে অনুশীলন করেছে। এরপর সংবাদ সম্মেলনে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ কোচ ও অধিনায়ক। 

ইংলিশ কোচ পিটার বাটলারের সামনে বড় চ্যালেঞ্জ। সাবিনারা বর্তমান চ্যাম্পিয়ন। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। বাটলার তা ভালো করে জানেন, ‘ভারসাম্যপূর্ণ দল আছে আমাদের। নতুন ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। এই দলের অনেকের অতীতের ভালো অভিজ্ঞতা আছে। তবে এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমরা পেছনে ফিরে তাকাবো… সাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু সেটা এখন কিছুই নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, অন্য দলগুলোকে সম্মান করে নিবেদন ও নিষ্ঠা নিয়ে এই টুর্নামেন্ট খেলা। আমি আসলেই বিশ্বাস করি, আমাদের দারুণ সুযোগ আছে (শিরোপা ধরে রাখার)।’

বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনও আশাবাদী, ‘কয়েক মাস ধরে আমাদের প্রস্তুতি বেশ ভালোই হয়েছে। আর সাফ হচ্ছে সবসময় আলাদা, সবার মধ্যেই শিহরণ কাজ করে। আমার মনে হয়, সব দল প্রস্তুতি নিয়েই এসেছে। একইভাবে আমাদের প্রস্তুতিও ভালো, সবকিছু মিলিয়ে টুর্নামেন্টের জন্য আমাদের দল প্রস্তুত আছে। ভালো ফল করতে চাই।’