সাফ নারী চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো হয়নি স্বাগতিক নেপালের। শুক্রবার (১৮ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে 'বি' গ্রুপের ম্যাচে তারা ভুটানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। তবে দুর্দান্ত শুরু করেছে শ্রীলঙ্কা। ১-০ গোলে তারা হারিয়েছে নেপালকে।
২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে দেশকে হতাশ করেছিল শ্রীলঙ্কার। সব ম্যাচেই হেরেছিল তারা। এবার সেই শ্রীলঙ্কা প্রথম ম্যাচে হারিয়েছে মালদ্বীপকে। একমাত্র গোলটি পায় তারা ১৭ মিনিটে। গোলটি করেন মাহামুতো।
প্রথম ম্যাচে হেরে যাওয়ায় স্বাগতিক নেপালের সামনের পথটা কঠিন হয়ে পড়েছে। আগামী ২১ অক্টোবর তারা মালদ্বীপের বিপক্ষে খেলবে। একই দিন শ্রীলঙ্কা ও ভুটান মুখোমুখি হবে।
আজ সাফের কোনো ম্যাচ নেই। আগামীকাল বাংলাদেশ তাদের মিশন শুরু করবে। এদিন একটি মাত্র ম্যাচ হবে। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। এ ম্যাচে জয় পেলেই বাংলাদেশ পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করবে। প্রথম ম্যাচে পাকিস্তান ভারতের কাছে হারায় তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।