ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হামজাদের পারফরম্যান্সে খুশি কাবরেরা

ভুটানকে হারিয়ে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা খুশি। অন্তত কোনও গোল হজম করতে হয়নি। ৯০ মিনিটের ম্যাচে ভুটানকে চাপে রাখা গেছে। তারওপর গোল পেয়েছেন হামজা চৌধুরী ও সোহেল রানা। এমন ম্যাচের পর স্প্যানিশ কোচ বেজায় খুশি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কাবরেরার হাসিমুখ অনেকটা প্রত্যাশিতই ছিল। রাতে সংবাদ সম্মেলনের শুরুতেই কাবরেরা বলেছেন, ‘আমরা যেমন আশা করেছিলাম, তেমনটা হয়েছে। এটা আমাদের জন্য ভালো একটা পরীক্ষা ছিল। আমি বলবো, ভালো শুরু হয়েছে। বিশেষ করে আমি যেমন পরিকল্পনা করেছিলাম, তেমনটাই মাঠে খেলেছে ছেলেরা। এই জয়ে ছেলেদের আত্মবিশ্বাস বেড়েছে।’

গত বছর ভুটানের কাছে সর্বশেষ ম্যাচে থিম্পুতে হেরেছিল বাংলাদেশ। কিন্তু এবার কোনও গোল হজম করতে হয়নি জামাল ভূঁইয়াদের। এতেই বেশি খুশি কাবরেরা, ‘আসলে আমরা প্রত্যেক ফুটবলারকে ম্যাচ টাইম দিতে চেয়েছি। তাছাড়া আজকে মাঠের পরিবেশ ভালো ছিল। বিশেষ করে এই ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছি, এটা খুব ইতিবাচক দিক।’ 

গত মার্চে ভারতের বিপক্ষে ফাহামিদুলকে চূড়ান্ত দলে নেননি কোচ । কিন্তু এবার তাকে শুরুতেই দলে রাখেন। ফাহামিদুলকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকের। ইতালি প্রবাসী ফুটবলারের পারফরম্যান্সে খুশি কোচ, ‘আমার মনে হয়েছে সে একটু নার্ভাস ছিল। তবুও ভালো খেলেছে। তবে ওকে আরও গেম টাইম দিতে হবে। শুধু ফাহামিদুল নয়, তাজ, আল আমিন- ওরাও আজ ভালো খেলেছে। ওদের সবার পারফরম্যান্সে আমি খুশি।’ 

ভুটানের বিপক্ষে কাবরেরা বেঞ্চের ফুটবলারদেরও পরখ করে নিয়েছেন। সব মিলিয়ে তিনি ছয় ফুটবলারকে বদলি খেলিয়েছেন। এ প্রসঙ্গে কাবরেরা বলেন, ‘ভুটান ও সিঙ্গাপুরের ম্যাচের সব কিছু একরকম হবে না। তবে এই ম্যাচের লাইনআপ নিয়ে আমি খুশি। সবাইকে সুযোগ করে দিতে পেরেছি।’

শমিত সোম বুধবার ভোরে ঢাকায় এসে যোগ দেন ক্যাম্পে। দলের সঙ্গে না থাকলেও গ্যালারিতে শুরুতে বসে ম্যাচ উপভোগ করেছেন কানাডাপ্রবাসী এই ফুটবলার। এরপর ডাগআউটে দলের সঙ্গে বসেন তিনি। 

শমিতকে নিয়ে কোচের মুগ্ধতা ছিল সংবাদ সম্মেলনে, ‘শমিতের সঙ্গে প্রথম দেখা বেশ ইতিবাচক। সারা দিন সে আমাদের সঙ্গে ছিল। ফিটনেস ট্রেনারের সঙ্গে সে কিছু কাজ করেছে। আশা করি সিঙ্গাপুরের ম্যাচে তাকে পাবো আমরা।’

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৩:০২ এএম
MMS
আরও পড়ুন