চ্যাম্পিয়ন্স লিগ

লিভারপুলের জয় অব্যাহত

আর্নে স্লটের ছোঁয়ায় বদলে গেছে লিভারপুল। খেলোয়াড়দের মাঠের ভাষাটা বদলে দিয়েছেন। সেখানে জয় ছাড়া যে কোনো শব্দ নেই। একের পর এক জয় তুলে নিচ্ছে তার প্রশিক্ষণাধীন লিভারপুল। বুধবার (২৩ অক্টোবর) রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে আরবি লিপজিগকে ১-০ গোলে হারিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় এটি তাদের।

সব ধরনের প্রতিযোগিতায় অ্যাওয়েতে এটা তাদের টানা ষষ্ঠ জয়। আর ক্লাব রেকর্ড গড় তারা টানা এগারো জয় পেয়েছে। লিপজিগের বিপক্ষে জয়ের মাঝ দিয়ে ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবটি পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে অ্যাস্টন ভিলা রয়েছে শীর্ষে। উভয় দলের পয়েন্ট ৯।

এ ম্যাচে লিভারপুলের জয়ে ২৭ মিনিটে একমাত্র গোলটি করেন ডারউইন নুনেজ। তবে ম্যাচের ফল ভিন্নও হতে পারতো। লিপজিগের দুটো গোল বাতিল করা হয়েছিল। তাছাড়া লিভারপুলের গোলরক্ষক কেলেহেরও চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। অন্তত দুইবার দলকে তিনি নিশ্চিত গোল হজম থেকে রক্ষা করেছেন। ফলে আরবি লিপজিগের পয়েন্ট দেখার জন্য আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। তিন ম্যাচ থেকে এক পয়েন্টও পায়নি তারা। তিন ম্যাচের তিনটিতেই হার তাদের।

বিরতির পর লিভারপুল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য তাদের। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট ক্রসবারে লেগে ফিরে আসে।