ইউরোপা লিগ

ম্যানইউয়ের টানা তৃতীয় ড্র

উয়েফা ইউরোপা লিগে ড্র থেকে বের হতেই পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) অ্যাওয়ে ম্যাচে তারা ফেনেরবাখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এর ফলে ইউরোপা লিগের তিন ম্যাচের তিনটিতেই তারা ড্র করলো।

ম্যানইউয়ের হয়ে ক্রিশ্চিয়ান এরিকসেন গোল করেন। দ্বিতীয়ার্ধে ইউসেফ এন নেসিরি সমতায় ফেরান। জোসুয়া জির্কজির কাছ থেকে বল পেয়ে ড্যানিশ মিডফিল্ডার এরিকসেন প্রথমার্ধের ১৫ মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। এই গোল হজমের পর ফেনেরবাখ সমতায় ফেরানোর জন্য উম্মুখ হয়ে পড়ে। একের পর এক আক্রমণ চালায় তারা। প্রথমার্ধেই তারা দুইবার গোল থেকে বঞ্চিত হয়। দুইবারই ম্যানইউয়ের গোলরক্ষক আন্দ্রে ওনানা তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান। অবশেষে বিরতির পর চতুর্থ মিনিটে ফেনেরবাখ সমতায় ফেরানোর গোলটি পায়।

গোল হজমের কিছু সময় পর ম্যানইউ কোচ হোসে মরিনহো লাল কার্ড দেখেন। রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তাকে লাল কার্ড দেখানো হয়।

তিন ম্যাচে ড্র করে ম্যানইউয়ের পয়েন্ট তিন। ফেনেরবাখের পয়েন্ট ৫।