সিরি ‘আ’-তে এক আগুন লড়াই দেখলো ফুটবল ভক্তরা। রোববার (২৭ অক্টোবর) রাতে ঘরোয়া লিগের ম্যাচে ইন্টার মিলান ও জুভেন্টাসের আগুন লড়াই হয়েছে। সে লড়াইয়ে জয় পায়নি কেউ। তবে একটা রেকর্ড হয়েছে। গোলের রেকর্ড। ৪-৪ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
ঘরের মাঠে খেলায় ইন্টার মিলান প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে ছিল। ইতালির ফুটবল ইতিহাসে ইন্টার মিলান ও জুভেন্টাসের মুখোমুখি লড়াইয়ে এই প্রথম প্রথমার্ধে পাঁচ গোলের দেখা পেল ভক্তরা।
ম্যাচে প্রথম গোল পায় ইন্টার মিলান। ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিক দলটি। বিপদজনক বল ক্লিয়ার করতে দানিলো বিপদজনক পথ অবলম্বন করেন। মার্কাস থুরামকে ফাউল করেন। জিয়েলিনস্কি পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে। এ অর্ধে জিয়েলিনস্কি আরো একটা গোল করেন পেনাল্টিতে।
তবে প্রথম গোলের ধাক্কাটা খুব বেশি সময় বয়ে বেড়াতে হয়নি জুভেন্টাসকে। পাঁচ মিনিটের ব্যবধানে সমতায় আনে তারা। শুধু তাই নয়, এগিয়েও যায় তারা। ডুসান ভ্লাহোভিচ সমতা সূচন গোল করেন। আর টিমোথি উইয়াহ'র গোলে এগিয়ে যায় সফরকারী জুভেন্টাস। আক্রমণ আর প্রতি আক্রমণে ভরপুর ম্যাচে ইন্টার মিলান জবাব দিতে দেরি করেন। তারও জোড়া গোল করে। হেনরিখ সমতা ফেরানোর দুই মিনিট পর জিয়েলিনস্কি তার দ্বিতীয় পেনাল্টি গোল করেন। বিরতির পর ডামফ্রাইস গোল করে ইন্টার মিলানকে ৪-২ গোলে এগিয়ে নেন। দল জয়ের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু ম্যাচের তখনো নাটকীয়তা বাকি। ১১ মিনিটের মধ্যে জোড়া গোল করে দলকে হারের হাত থেকে রক্ষা করেন। ৭১ ও ৮২ মিনিটে গোল দুটো করেন কেনান।
ম্যাচ ড্রতে হওয়াতে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ৯ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান দ্বিতীয় স্থানে, ১৭ পয়েন্ট নিয়ে জুভেন্টাস তৃতীয় স্থানে। আর শীর্ষে থাকা নাপোলির সংগ্রহ ২২ পয়েন্ট।