আন্তঃমহাদেশীয় কাপে মেক্সিকোর ক্লাব পাচুকাকে উড়িয়ে শিরোপা নিজেদের করে নিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ফাইনালে গোলের দেখা পান এমবাপ্পে।
২০২২ সালে বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরেছিল ফ্রান্স, কান্নায় মাঠ ছেড়ে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ঠিক দুই বছর পর আজ সেই একই মাঠে এমবাপ্পের মুখে চ্যাম্পিয়নের হাসি।
বুধবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে ৩–০ গোলের দারুণ জয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে এমবাপ্পে ছাড়ও বাকি দুই গোল করেন রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জেতে রিয়াল মাদ্রিদ।
খেলার ৬১ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন এমবাপ্পে। খেলার ৩৭তম মিনিটে রিয়ালকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। রিয়ালের বাকি দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে ব্যবধান ২–০ করেন রদ্রিগো। আর ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন আগের রাতেই ফিফা দ্য বেস্ট জেতা ভিনিসিয়ুস জুনিয়র।