রিয়াল মাদ্রিদের কাছে ৩-২ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। হারের পর থেকেই সিটির সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো ভেসে যাচ্ছেন ট্রলের বন্যায়।
সিটির সঙ্গে আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকারের এখন আর কোনো সরাসরি যোগ নেই। তবে তাকে এভাবে ট্রলের বন্যায় ভেসে যেতে হচ্ছে মূলত তার একটা কথার কারণে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচের আগে তিনি রীতিমতো দুঃসাহসী একটা ঘোষণাই দিয়ে বসেছিলেন।
তিনি বলেছিলেন, রিয়াল মাদ্রিদ কোনোভাবেই ম্যানচেস্টার সিটিকে হারাতে পারবে না। যদি পারে, তাহলে আমি আমার অণ্ডকোষ কেটে ফেলব।
ম্যাচশেষে তাই নেটিজেনরা শূলে চড়িয়েছেন আগুয়েরোকে। তাকে তুলনা করা হচ্ছে থিওনের সঙ্গে। গেম অফ থ্রোন্স সিরিজে থিওনকে রামসে বোল্টন বন্দি করেন। এরপর তার ওপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। তার মানসিক ও শারীরিক অত্যাচারের অংশ হিসেবে রামসে তার অণ্ডকোষ কেটে ফেলেন।
সে কারণেই আগুয়েরোকে তার সঙ্গে মেলানো হচ্ছে এখন। কেউ কেউ তো আবার এক কাঠি সরেস! ফটোশপের মাধ্যমে থিওনের চেহারায় বসিয়ে দিয়েছেন আগুয়েরোর মুখ।
তবে ফুটবল বিশ্বে আগুয়েরোর এই দুঃসাহসী ঘোষণাই প্রথম নয়। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা লিভারপুলের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে জেতার পর আর্তুরো ভিদাল বলেছিলেন এ ধরনের কথা। যদিও তার কথার মান পরে রাখতে পারেনি বার্সা, লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় লিওনেল মেসির দল। এবার মেসির বন্ধু আগুয়েরোর সঙ্গেও একই রকমের পরিণতি ঘটল।