দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে জাতীয় দলে ফিরতে সম্মত হয়েছেন সাবিনা খাতুনরা। অবশেষে বয়কট প্রত্যাহার করে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ বিদ্রোহী নারী ফুটবলার। এতে বাংলাদেশ নারী ফুটবলের অচলাবস্থা শেষ হলো।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, মেয়েরা অনুশীলনে ফিরবেন, তবে এখনই নয়। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের ক্যাম্প বন্ধ হয়ে যাবে, কারণ দলটি সংযুক্ত আরব আমিরাতে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছে। তাই ক্যাম্প পুনরায় শুরু হলে বিদ্রোহী ফুটবলাররা ফেরার প্রস্তুতি নেবেন। সিনিয়র ফুটবলাররাও কিছুদিনের বিরতি চেয়েছেন।
এর আগে ৩০ জানুয়ারি সাবিনা-ঋতুপর্ণারা কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ প্রকাশ করেন। তারা বলেছিলেন, বাটলার থাকলে তারা খেলবেন না এবং একযোগে গণ-অবসরের হুমকিও দেন। এরপরই বাফুফে বিশেষ কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার জন্য। যদিও কমিটির প্রতিবেদনের পরও সংকট কাটছিল না, ফলে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই আলোচনার উদ্যোগ নেন।
সবশেষ আলোচনায় বিদ্রোহী ফুটবলাররা তাদের আগের অবস্থান থেকে সরে আসেন এবং কোচ পিটার বাটলারের অধীনেই অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন দুটি ম্যাচে তারা থাকছেন না। ২৬ ফেব্রুয়ারি প্রথম এবং ২ মার্চ দ্বিতীয় ম্যাচে আলাদা দল ঘোষণা করবে বাফুফে।
দীর্ঘ ১৮ দিনের অচলাবস্থার পর অবশেষে স্বস্তির খবর এলো বাংলাদেশ নারী ফুটবলে। বিদ্রোহী ফুটবলারদের ফেরার সিদ্ধান্তে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে দল।