বাহরাইনকে ৭ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা

এএফসি উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের নারী ফুটবল দল। মিয়ানমারের ইয়াংগুনে আজ রোববার অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে পাঁচটি এবং দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয় পিটার বাটলারের দল।

খেলা শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই আক্রমণে যায় বাংলাদেশ। বাম দিক থেকে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শট গোলরক্ষক আটকালেও বুঝিয়ে দেন, আক্রমণাত্মক মনোভাবেই মাঠে নেমেছে দলটি। দশম মিনিটে সেই আক্রমণেরই ফল মেলে। মাঝমাঠ থেকে লম্বা বল ধরে অফসাইড ফাঁদ ভেঙে এগিয়ে যান শামসুন্নাহার জুনিয়র। বক্সে ঢুকে গোলরক্ষকের ওপর দিয়ে চিপ শটে বল জালে জড়ান তিনি।

মাত্র ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। স্বপ্না রানীর আড়াআড়ি পাস ধরে বাঁ পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। একের পর এক আক্রমণে ২৪তম মিনিটে আরও একটি নিশ্চিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মনিকা চাকমা। গোলরক্ষককে একা পেয়েও ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান তিনি।

৩২ মিনিটে আফঈদা খন্দকারের ক্রসে তহুরার হেড অফসাইডের কারণে বাতিল হয়। এরপর শামসুন্নাহার জুনিয়রও সুযোগ মিস করেন। তবে ৪০তম মিনিটে জটলার মধ্যে বল পেয়ে কোহাতি কিসকু দলের তৃতীয় গোলটি করে দেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে দুই গোল করে আলো ছড়ান তহুরা খাতুন। প্রথমটি প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে নেন, দ্বিতীয়টি করেন শামসুন্নাহারের পাস থেকে সহজ টোকায়।

দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ৬০তম মিনিটে শামসুন্নাহারের টোকা দেওয়া বল প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে যায়। ৭৪ মিনিটে মুনকি আক্তার দারুণ গতিতে বক্সে ঢুকে ডজ দিয়ে নিচু শটে করেন সপ্তম গোল। শেষদিকে সাগরিকার গোল অফসাইডের কারণে বাতিল হয়, এবং তহুরার আরেকটি শট পোস্টে লেগে ফিরে আসে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে এমন জয় নিঃসন্দেহে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে বহুগুণে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বুধবার স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে, যারা নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়েছে ৮-০ গোলে।