সান্তোসের হয়ে মাঠে নেমে জোড়া গোল করলেন নেইমার। সোমবার (৫ আগস্ট) জুভেনতুদেকে ৩-১ গোলে হারানোর ম্যাচে তার পারফরম্যান্স আবারও আলোচনায় এসেছে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর গুরুতর চোটে পড়েন নেইমার। অস্ত্রোপচারের পর দীর্ঘ এক বছর মাঠের বাইরে ছিলেন। এবার চোট কাটিয়ে ফিরেছেন এবং সান্তোসের হয়ে টানা পাঁচটি ম্যাচ খেলেছেন—যা ২০২২ সালের পর প্রথমবার ঘটল।
মোরুম্বিস স্টেডিয়ামে সেই ম্যাচে উপস্থিত ছিলেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সহকারীরাও। তারা নেইমারের পারফরম্যান্স ও ফিটনেস পর্যবেক্ষণ করেছেন।
জাতীয় দলে ফেরার প্রসঙ্গে নেইমার বলেন, 'সবাই জানে আমি কেমন খেলোয়াড়। আমি প্রস্তুত। আমি এখনো নিজেকে ফিট অনুভব করি। সিদ্ধান্তটা ওদের (কোচদের) উপর।' ২০২৫ মৌসুমে সান্তোসের হয়ে ১৭টি ম্যাচে ছয় গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন নেইমার।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের বাকি আছে দুটি ম্যাচ—৪ সেপ্টেম্বর মারাকানায় চিলির বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে। ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা ব্রাজিল ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলা (১৮ পয়েন্ট) আর তাদের ধরতে পারবে না।