ফুটবল ভক্তদের হৃদয়ে আজ শোকের ছায়া। এফসি পোর্তোকে ইতিহাসের সোনালী সময় উপহার দেওয়া পর্তুগালের কিংবদন্তি ফুটবলার জর্জ কস্তা আর নেই। মাত্র ৫৩ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কস্তা পোর্তোর ট্রেনিং সেন্টারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত থেমে যায় এক অনন্য লড়াকুর প্রাণ।
খেলোয়াড় হিসেবে কস্তা ছিলেন অবিচল দেয়াল। ৫৩০ ম্যাচের ক্যারিয়ারে ৩৮৩ ম্যাচ খেলেছেন পোর্তোর হয়ে। জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ৫০টি ম্যাচ। তবে যা তাকে অমর করে রেখেছে, তা হলো তার নেতৃত্ব। ২০০৪ সালে তার নেতৃত্বেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে এফসি পোর্তো, কোচ ছিলেন সেই সময়ের উঠতি নাম জোসে মরিনহো। তার আগের বছর কস্তার নেতৃত্বেই ক্লাবটি জেতে উয়েফা কাপ।
পোর্তোকে ৮ বার পর্তুগিজ লিগ জিততে সাহায্য করেছিলেন এই ডিফেন্ডার। মাঠে যেমন কঠিন, তেমনি বাইরে ছিলেন নরম হৃদয়ের এক নেতা। এক বিবৃতিতে পোর্তো জানায়, জর্জ কস্তা ছিলেন নিষ্ঠা, নেতৃত্ব, আবেগ ও অদম্য চেতনার প্রতীক। তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, ছিলেন পোর্তোর আত্মা।
খেলোয়াড়ি জীবন শেষে কোচ ও ম্যানেজার হিসেবে বিভিন্ন ক্লাবে কাজ করেছেন কস্তা। ২০২৪ সালে তিনি আবার ফিরে আসেন প্রিয় ক্লাব পোর্তোতে, এইবার স্পোর্টস ডিরেক্টর হিসেবে।
বিদায়ের বেলায় ক্লাব বলল, “তুমি ভুলে যাবার নও”। ক্লাব আরও জানায়,“জর্জ কস্তার কীর্তি ও ভালোবাসা সবসময় থাকবে পোর্তোর প্রতিটি হৃদয়ে। তুমি কখনো হারিয়ে যাবে না, নেতা।
টেষ্ট পয়েন্ট টেবিলে কারা কোথায়