নির্ধারিত সময়ের আগেই নেপাল থেকে ফিরছে ফুটবল দল

নেপালে ছাত্র-জনতা আন্দোলনের কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। নেপাল সরকার বিক্ষোভ দমন করতে কারফিউ জারি করেছে। এর মধ্যেই বাংলাদেশ ও নেপালের মধ্যে অনুষ্ঠিতব্য দুই ম্যাচ সিরিজের একটি ম্যাচ বাতিল হয়েছে।

পরিস্থিতির কারণে বাংলাদেশ ফুটবল দল কাঠমান্ডু থেকে ঢাকায় আগেই ফিরছেন। মূলত আগামীকালের ফ্লাইটের পরিবর্তে আজই ফিরতি টিকিট চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার (৮ সেপ্টেম্বর) বিমান অফিসে টিকিট রিশিডিউল ফি প্রদান করা হয় এবং আজ সকালে বাংলাদেশ বিমানে ৩৩টি টিকিট ইস্যু করা হয়েছে।

বাংলাদেশ সময় অনুযায়ী আজ বিকেল তিনটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা দেবে দলটি। কিছুক্ষণের মধ্যে টিম হোটেল ত্যাগ করে বিমানবন্দরের জন্য রওনা হবেন জামালরা।

দুই ম্যাচ সিরিজে এই মুহূর্তে মাত্র একটি ম্যাচ সম্পন্ন হয়েছে। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র-তে শেষ হয়েছিল।

বাংলাদেশ দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাফুফে সংশ্লিষ্ট সকল ব্যবস্থার কথা জানিয়েছে।