স্প্যানিশ লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা দেখালো চ্যাম্পিয়নের মতোই পারফরম্যান্স। গেটাফেকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাতালানরা। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান এখন মাত্র দুই পয়েন্ট।
রোববার (২১ সেপ্টেম্বর) বার্সেলোনার হোম গ্রাউন্ড এস্তাদিও জোহান ক্রুইফে অনুষ্ঠিত হয় ম্যাচটি। শুরু থেকেই বলের দখল ও আক্রমণের দিক দিয়ে একচেটিয়া প্রভাব বিস্তার করে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
ম্যাচের ১৫তম মিনিটেই গোলের সূচনা করে বার্সা। মিডফিল্ড থেকে নিখুঁত পাস চালিয়ে বল বাড়ান দানি ওলমো, যেটি ব্যাকহিল করে পৌঁছায় ফেরান তোরেসের পায়ে। গোলমুখে ঠাণ্ডা মাথায় শট নিয়ে দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
এরপর ৩৪ মিনিটে বার্সার লিড দ্বিগুণ হয়। এবার রাইট উইং থেকে দারুণ ক্রস দেন রাফিনিয়া, যেটি বক্সের বাইরে থেকেই জোরালো শটে জালে জড়ান তোরেস। মাত্র ৩৪ মিনিটেই জোড়া গোল পূর্ণ করেন তিনি। প্রথমার্ধ শেষে স্কোরলাইন দাঁড়ায় ২-০, আর মাঠে বার্সেলোনার আধিপত্য ছিল সুস্পষ্ট।
বিরতির পরও বার্সার আক্রমণের ধার কমেনি। গেটাফে ম্যাচে ফিরতে চাইলেও তাদের রক্ষণভাগ ছিল বারবার পরীক্ষার মুখে। ৬২ মিনিটে গোল পান প্রথমার্ধে অ্যাসিস্ট করা দানি ওলমো নিজেই। মাঝমাঠ থেকে দ্রুতগতির আক্রমণে বক্সের মধ্যে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে বার্সার পক্ষে তৃতীয় গোলটি করেন তিনি। এরপর আর কোনো গোল না হলেও ম্যাচে বার্সেলোনার একচেটিয়া আধিপত্যই ছিল চোখে পড়ার মতো।