কার হাতে উঠবে ব্যালন ডি'অর ২০২৫

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর ২০২৫ কার হাতে উঠবে, সে প্রশ্নের উত্তর মিলতে এখন শুধু সময়ের অপেক্ষা। ফ্রান্সের রাজধানী প্যারিসে থিয়েটার দ্য শাতলিয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের জমকালো অনুষ্ঠান। বাংলাদেশ সময় সোমবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে শুরু হবে এই আয়োজন।

শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে আলোচনার শীর্ষে উঠে এসেছেন উসমান দেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ড পুরো মৌসুমজুড়েই ছিলেন দুর্দান্ত ফর্মে। ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন তিনি।

তাছাড়া দলগতভাবে পিএসজিকে ঘরোয়া ট্রেবল (লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ) এনে দিয়েছেন, যা তাকে এবারের ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তবে দেম্বেলের কড়া প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ৫৭ ম্যাচে করেছেন ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্ট। তার অসাধারণ পারফরম্যান্সে বার্সা জিতেছে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ  অর্থাৎ আরেকটি ঘরোয়া ট্রেবল।

দলের সর্বোচ্চ গোলদাতা না হয়েও, ধারাবাহিক নৈপুণ্য আর বড় ম্যাচে উপস্থিতির কারণে রাফিনহা ব্যালন ডি'অরের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

মাত্র ১৭ বছর বয়সেই ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করে আলোচনায় এসেছেন বার্সেলোনার আরেক বিস্ময় লামিন ইয়ামাল। যদিও মূল ব্যালন ডি'অরের লড়াইয়ে তার জেতার সম্ভাবনা কম, তবে সেরা উদীয়মান খেলোয়াড় বিভাগে তার নাম অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

মোহাম্মদ সালাহ, হ্যারি কেইন, কেভিন ডি ব্রুইনদের মতো তারকারা এবারো তালিকায় থাকলেও মূল আলোচনায় নেই তারা। সব দিক বিবেচনায় এবারের ব্যালন ডি'অর একাধিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

এই ঐতিহাসিক আসরের উপস্থাপনায় থাকছেন সাবেক ব্যালন ডি'অর জয়ী রুড গুলিট, সঙ্গে থাকবেন ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক কেট স্কট।

বিশেষজ্ঞদের মতে, গতবারের বিতর্ক এবার নেই এবং অনেকটাই নিশ্চিত, নতুন কারো হাতেই উঠছে ব্যালন ডি'অর। পরিসংখ্যান ও সাফল্যের বিচারে দেম্বেলে এগিয়ে। তবে রাফিনহার অবদান উপেক্ষা করা কঠিন। যেকোনো কিছু হতে পারে।