ক্যানসারের কাছে হেরে গেলেন আর্জেন্টাইন কোচ রুসো

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও খ্যাতিমান কোচ মিগুয়েল অ্যাঞ্জেল রুসো। বুধবার (৮ অক্টোবর) ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকাহত ফুটবল অঙ্গন, বিশেষ করে আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার ফুটবল মহল।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, ‘মিগুয়েল অ্যাঞ্জেল রুসোর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। শান্তিতে ঘুমাও, মিগুয়েল।’

রুসোর মৃত্যুতে তার দীর্ঘদিনের ক্লাব বোকা জুনিয়র্স ও প্রকাশ করেছে গভীর শোক। কোচ এবং খেলোয়াড় হিসেবে ক্লাবটির প্রতি তার অবদান স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়।

২০১৭ সালে রুসোর শরীরে ক্যানসার ধরা পড়ে। অসুস্থতা সত্ত্বেও তিনি পেশাদারিত্বের সঙ্গে নিজের কোচিং দায়িত্ব পালন করে যান। চলতি বছরের ২১ সেপ্টেম্বর সেন্ট্রাল কোরদোবার বিপক্ষে ম্যাচের পর তিনি চিকিৎসার জন্য মেডিকেল ছুটিতে যান। এরপর আর মাঠে ফেরা হয়নি তার।

রুসোর পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় ১৯৮৩ সালে। তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন। যদিও অবসরের কারণে ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী দলে জায়গা পাননি, তবুও জাতীয় দলের হয়ে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।

ফুটবলার থেকে কোচে রূপান্তরিত হওয়া রুসোর কোচিং ক্যারিয়ার ছিল প্রায় ৩ যুগেরও বেশি সময়ের। তিনি দায়িত্ব পালন করেছেন আর্জেন্টিনার সেরা ক্লাব বোকা জুনিয়র্স, রোসারিও সেন্ট্রাল, স্যান লরেঞ্জো, ভ্যালেজ সার্সফিল্ড, এবং সৌদি আরবের আল নাসর ক্লাবে।

ক্যারিয়ারে মোট ১২৭৩টি ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে জয় পেয়েছেন ৫০৯টি ম্যাচে।

মিগুয়েল অ্যাঞ্জেল রুসো ছিলেন একাধারে সফল ফুটবলার, দূরদর্শী কোচ এবং একজন সম্মানিত ব্যক্তিত্ব। তার প্রস্থানে ফুটবল জগত হারালো এক কিংবদন্তিকে, যিনি মাঠের ভেতরে ও বাইরে ছিলেন এক অনুপ্রেরণা।