ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

দেশের ফুটবল যেন আবারও ফিরে পাচ্ছে তার হারানো জৌলুস। জাতীয় দলের ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই অনূর্ধ্ব-১৭ দলও তুলে ধরল দুর্দান্ত সাফল্যের বার্তা। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ব্রুনাইকে ৮–০ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিল লাল-সবুজের কিশোররা। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত খেলা ছিল একতরফা, আর সেই আধিপত্যের ফলেই এসেছে বাছাইপর্বে টানা দ্বিতীয় বড় জয়।

আজ ম্যাচের প্রথমার্ধেই চার গোল করে বাংলাদেশ অনেকটাই নিশ্চিত করে ফেলে জয়ের কাঠামো। বিরতির পরও থেমে থাকেনি আক্রমণের গতি। দ্বিতীয়ার্ধেও একই ধারাবাহিকতায় আরও চারবার বল পাঠানো হয় ব্রুনাইয়ের জালে। ব্রুনাইয়ের রক্ষণভাগ পুরো ৯০ মিনিটই বাংলাদেশের মুহুর্মুহু আক্রমণে ছিল বিপর্যস্ত। রিফাত কাজী ও তপু রহমান মিলে চারটি গোল করে দলের আক্রমণভাগে এনেছেন তীব্রতা। 

তাদের দু’জনের ঝলকই ম্যাচের বড় পার্থক্য গড়ে দেয়। শ্বাসরুদ্ধ করা আক্রমণে অবদান রাখেন বাকিরাও-মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদা এবং বায়েজিদ বোস্তামি প্রত্যেকে একটি করে গোল করে দলের সহজ জয়ে অংশীদার হন।

বাছাইপর্বে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫–০ গোলে উড়িয়ে দেওয়ার পর ব্রুনাইয়ের বিপক্ষে ৮–০ এর আরও বড় জয়ে স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠেছে অনূর্ধ্ব-১৭ দলের। রক্ষণ থেকে আক্রমণ-সব বিভাগেই ছিল ছন্দের সামঞ্জস্য, আর ব্রুনাই কোনো সময়ই ম্যাচে নিজেদের পুনরুদ্ধার করতে পারেনি।

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলতে হলে প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দলকে যেতে হবে সৌদি আরবে মূল পর্বে। সেই পথচলায় সামনে অপেক্ষা করছে আরও গুরুত্বপূর্ণ তিনটি লড়াই। আগামী বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর বাকি দুই ম্যাচে প্রতিপক্ষ হবে বাহরাইন ও স্বাগতিক চীন।