ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এশিয়া কাপ মানেই বাংলাদেশের দুঃস্বপ্ন?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম

এশিয়া কাপের ইতিহাসে বারবার একই ছবির পুনরাবৃত্তি! শিরোপার হাতছানি, দারুণ সম্ভাবনা, তারপর হৃদয়ভাঙা পরাজয়। ২০১২, ২০১৬, ২০১৮ আর এবার ২০২৫-চারবারই বাংলাদেশ শেষ ধাপ পর্যন্ত লড়াই করে শিরোপার স্বপ্ন ছুঁতে পারেনি। সেই একই ব্যথা যেন আবারও নতুন করে অনুভব করলেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ।

কাতারের ওয়েস্ট এন্ড পার্কে গতকাল রাতে বাংলাদেশ ‘এ’ দারুণভাবে সেমিফাইনালে হারিয়েছিল ভারত ‘এ’-কে। ফলে ফাইনালে তৈরি হয়েছিল আশার আলো। প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’। ম্যাচটি গড়ালো টানটান উত্তেজনায়, শেষ পর্যন্ত সুপার ওভারে। মাত্র ৭ রানের লক্ষ্যও ধরে রাখতে পারল না বাংলাদেশ। দুই বল হাতে রেখেই পাকিস্তান লক্ষ্য ছাড়িয়ে যায়, আর থমকে যায় আকবরদের স্বপ্ন।

এর আগে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১২৫ রান তোলে। রান তাড়ার শুরু ছিল দুর্দান্ত ২২ রানে কোনো উইকেট না হারিয়েই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎই শুরু হয় উইকেট পতন। ২২/০ থেকে ৫৩/৭ ম্যাচ হাতছাড়া হয়ে যেতে থাকে তখনই। কিন্তু রাকিবুল হাসান ও এস এম মেহেরবের ৩৭ রানের জুটি ম্যাচে ফেরার আশা জাগায়। এরপর শেষ দিকে সাকলাইন ও রিপন মন্ডলের দারুণ লড়াই ম্যাচকে নিয়ে যায় সুপার ওভারে। নির্ধারিত ওভারের শেষ মুহূর্তে ২০ রানের ঝড় ম্যাচকে নাটকীয় করে তুলেছিল।

কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে আবারও ফিরে এসেছে ২০১২ সালের সেই দুই রানের পরাজয়, ২০১৬ আর ২০১৮ সালে ভারতের কাছে হারার হতাশা। বারবার একই গল্প-শেষ মুহূর্তের লড়াই, কিন্তু শিরোপা হাতছাড়া।

পাকিস্তান শাহিনস এবার জিতে নিল তাদের তৃতীয় শিরোপা, যার দুইটিই এসেছে বাংলাদেশের বিরুদ্ধে। শ্রীলঙ্কা ‘এ’ দুইবার, ভারত ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ একবার করে পেয়েছে এই শিরোপা।

আরও পড়ুন