আবাহনীকে হারিয়ে জয়ের দেখা পেলো মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে পুরোনো উত্তাপই ফিরে এল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। আবাহনী লিমিটেড ম্যাচের শুরুতে যেভাবে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেছিল, তা দেখে মনে হচ্ছিল সাদা-কালোদের রক্ষণকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। ব্রুনো মাতোসের বল নিয়ন্ত্রণ আর হাসান মুরাদের দূরপাল্লার শট সুজনকে একাধিকবার সতর্ক থাকতে বাধ্য করেছিল। কিন্তু ম্যাচের চিত্র বদলে যায় যখন আবাহনীর রক্ষণে প্রথম ভুলটি ধরা পড়ে।

২০তম মিনিটে ডান দিক দিয়ে স্যামুয়েল বোয়াটেঙ্গের তীক্ষ্ণ আক্রমণ থামাতে পোস্ট ছেড়ে এগিয়ে আসেন মিতুল মারমা। মুহূর্তের ভুল সিদ্ধান্তে ফাঁকা হয়ে যায় গোলমুখ, আর বল কাটব্যাকে পৌঁছে যায় ইয়াসিন খানের কাছে। বিপদমুক্ত করার সুযোগ থাকলেও বলটি কাড়তে সফল হন রহিম উদ্দিন, যিনি পা ছুঁইয়ে বল পাঠিয়ে দেন শূন্যপোস্টে। এ গোলের পরই মোহামেডানের আত্মবিশ্বাস দৃশ্যত বেড়ে যায়।

৩১তম মিনিটে কর্নার থেকে মুজাফফর মুজাফফরভের নিখুঁত ডেলিভারির সুযোগ নেন এলি কেকে এমানুয়েল। পায়ের সামান্য ছোঁয়ায় বল জড়ায় জালে, আর ২–০ স্কোরলাইন আবাহনীকে আরও চাপে ফেলে। প্রথমার্ধ জুড়ে কয়েকবার ব্রুনো মাতোস চেষ্টা করলেও মোহামেডান গোলরক্ষকের দেয়াল ভাঙতে পারেনি আবাহনী।

বিরতির পর মোহামেডান আরও আক্রমণাত্মক হয়। ৫৮তম মিনিটে জাহিদ হাসান শান্তর ক্রস থেকে দুর্দান্ত এক হেডে স্যামুয়েল বোয়াটেঙ্গ যখন ৩–০ করেন, তখন মনে হচ্ছিল ম্যাচটি আগেই নিষ্পত্তি হয়ে গেছে। কিন্তু ঐতিহ্যবাহী আবাহনী শেষ পর্যন্ত লড়াই ছাড়েনি। ৭২তম মিনিটে কাজেম শাহের পাস থেকে বক্সের বাইরে দাঁড়িয়ে চমৎকার এক শটে পাপন সিংহ ব্যবধান কমিয়ে ম্যাচে নতুন প্রাণ ফিরিয়ে আনেন। এরপর ৭৮তম মিনিটে জটলার মধ্য থেকে শেখ মোরসালিন বল ঠেলে পাঠান জালে, আর ৩–২ স্কোরলাইন মুহূর্তেই পরিবেশকে উত্তেজনায় ভরিয়ে তোলে।

শেষ দশ মিনিটে আবাহনী আক্রমণ বাড়িয়ে সমতায় ফেরার চেষ্টা করলেও মোহামেডানের রক্ষণ আর ঢিলেমি দেখায়নি। তিন পয়েন্ট নিশ্চিত করেই মাঠ ছাড়ে গত মৌসুমের শিরোপাধারীরা। তিন ম্যাচ পর অবশেষে প্রথম জয় পেল মোহামেডান; অন্যদিকে আবাহনী তিন ম্যাচে জয়হীনই রইল দুটি হার ও একটি ড্র নিয়ে।

এদিন লিগের অন্যান্য ম্যাচেও ছিল নানান রঙের ফলাফল। বসুন্ধরা কিংস ২–০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। পুলিশ এফসি গোলশূন্য ড্র করেছে ফর্টিসের সঙ্গে, আর ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে জিতেছে ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাবের বিপক্ষে।