শ্রীলঙ্কায় র‍্যাপিড দাবায় সেরা বাংলাদেশের তাহসিন

ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র র‍্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সাত রাউন্ড শেষে ৬ পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত করেন তরুণ এই দাবাড়ু।

র‍্যাপিড দাবার এই সংক্ষিপ্ত ফরম্যাটে অংশ নিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কাসহ ভারত, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও মালদ্বীপের দাবাড়ুরা। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই তাহসিন পাঁচটি ম্যাচে জয় এবং দুটি ম্যাচে ড্র করেন।

বাংলাদেশের পক্ষে সাফল্য এখানেই থেমে থাকেনি। আরেক দাবাড়ু সাকলায়েন মোস্তফা সাজিদ ৫ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থান অর্জন করেন। তবে মহিলা বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার ওয়াদিফা আহমেদ সংগ্রহ করেন ৩ পয়েন্ট, তার অবস্থান হয় ৩৬তম।

এর আগে একই আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা। সেটি খেলতেই বাংলাদেশ থেকে চারজন দাবাড়ু অংশ নেন—তিন পুরুষ ও একজন মহিলা। সেখানে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম, তাহসিন তাজওয়ার নবম এবং সাজিদ ১৯তম হন। মহিলা বিভাগে ওয়াদিফা ছিলেন ১৬তম।