আজকের খেলার মঞ্চে বাংলাদেশ

শনিবার (৩০ আগস্ট) মাঠে নামছে বাংলাদেশ হকি ও ক্রিকেটে। হকি জাতীয় দল অংশ নিচ্ছে এশিয়া কাপ হকিতে, অপরদিকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জাতীয় দল মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। 

এশিয়া কাপ হকি: বাংলাদেশের বিপক্ষে চায়নিজ তাইপে

এশিয়া কাপ হকিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। দলের মূল লক্ষ্য জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখা। কোচ ও খেলোয়াড়রা আত্মবিশ্বাসী, বিশেষ করে ভারতের বিপক্ষে সম্মানজনক পারফরম্যান্সের পর।

  • সময়: দুপুর ১:৩০ মি.
  • সমপ্রচার: সনি স্পোর্টস টেন ২

টি-টোয়েন্টি সিরিজ শুরু: টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতি হিসেবেই গুরুত্বপূর্ণ এই সিরিজ। বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হচ্ছে তিন ম্যাচের সিরিজের প্রথম খেলায়। দলে ফিরেছেন বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। 

  • সময়: সন্ধ্যা ৬টা
  • সমপ্রচার: নাগরিক টিভি ও টি স্পোর্টস