প্রেমিকাকে চমকে দেওয়ার জন্য কত কিছুই না করে থাকেন প্রেমিক। প্রেমিকাকে খুশি করা জন্য কেউ কেউ উদ্ভট কাণ্ডও করে বসেন। যেমনটা করেছেন কলম্বিয়ার এক প্রেমিক। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পুরো ডাকাতির নাটক সাজিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ডাকাতির নাটক মঞ্চায়ন করে এক যুবক রাস্তার মাঝখানে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। এ সময় একটি মোটরসাইকেলে চড়ে আসা দুই যুবক গাড়িটির গতি রোধ করেন।
নিজেদের সঙ্গে লুকানো অস্ত্রের ইঙ্গিত করে তাঁরা গাড়িতে বসে থাকা যুগলকে বের হয়ে আসতে বাধ্য করেন। এই চক্রের দুই সদস্য তখন গাড়ির পুরুষ যাত্রীকে রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়তে বাধ্য করেন। তাঁর সামনে প্রেমিকাকে দাঁড় করান। ভয় আর আতঙ্কের এমন পরিবেশের মধ্যেই পুরুষ যাত্রীটি তখন তাঁর সামনে দাঁড়ানো প্রেমিকাকে আংটি হাতে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। এ সময় ডাকাত সেজে থাকা যুবকরা হাততালি দেন। সূত্র : এনডিটিভি