তরুণ প্রজন্মকে পরিবার গঠনে উৎসাহিত করতে এক নজিরবিহীন আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠান ‘আল হাবতুর গ্রুপ’। দুবাইয়ের বিশিষ্ট ধনকুবের এবং এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করলে তাকে ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) অনুদান দেওয়া হবে।
এই উদ্যোগকে আরও আকর্ষণীয় করতে তিনি ঘোষণা করেছেন, বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ১ লাখ দিরহাম (প্রায় ৩২ লাখ টাকা) করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খালাফ আল হাবতুর এই মহতী উদ্যোগের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘একটি স্থিতিশীল সমাজ ও শক্তিশালী জাতি গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম। কেবল সরকারের ওপর নির্ভর না করে প্রতিটি সচ্ছল প্রতিষ্ঠানের উচিত তরুণদের পাশে দাঁড়ানো। আমরা চাই আমাদের কর্মীরা কর্মক্ষেত্রের পাশাপাশি পারিবারিক জীবনেও সুখী ও নিরাপদ থাকুক।’
মূলত বেসরকারি খাতে স্থানীয় নাগরিকদের (আমিরাতি) অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সামাজিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ বোনাস বা অনুদানের ব্যবস্থা করা হয়েছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ স্থানীয় নাগরিক। জনসংখ্যার এই ভারসাম্যহীনতা কাটাতে এবং স্থানীয়দের পারিবারিক সুরক্ষায় দেশটির সরকার আগে থেকেই বিভিন্ন আর্থিক কর্মসূচি পরিচালনা করে আসছে। আল হাবতুর গ্রুপের এই সাহসী পদক্ষেপ সরকারি প্রচেষ্টাকে আরও বেগবান করবে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের করপোরেট সংস্কৃতিতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন বড় অঙ্কের আর্থিক ঘোষণা এই প্রথম, যা ইতিমধ্যে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রঙ বদলেই বাঁচলো হাজারো প্রাণ
ডাইনোসরের চেয়েও পুরোনো নদী কোনটি
