রেস্তোরাঁয় বসে বেশ আয়েশ করেই খাওয়া দাওয়া করলেন ভদ্রলোক। স্বাভাবিক নিয়মেই খাওয়ার পর্ব শেষে ভদ্রলোকের টেবিল পরিষ্কার করেন ওয়েটার। এরপর ট্রেতে করে খাবার বিলের কপি নিয়ে আসেন। কিন্তু তারপর যা ঘটেছে সেটির জন্য ওয়েটার তো দূরের কথা, রেস্তোরাঁ কর্তৃপক্ষও প্রস্তুত ছিল না। সবাই শুধু পরস্পরের চেহারা দেখে মুখের ভাষা হারিয়ে ফেললেন।
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের। মেসন জার ক্যাফেতে খাবার খেতে অনেকেই প্রবেশ করেছিলেন। খাওয়ার পাশাপাশি গল্প করে কেউ কেউ বেরিয়ে যান। কিন্তু একটি টেবিলের সামনে চেয়ার টেনে মার্ক নামে একজনই বসেছিলেন। টেবিলটিতে খাবার জন্য আর কেউই বসেননি। খাবার শেষে ওয়েটার বিল নিয়ে হাজির হন। মার্ক যা কিছু খেয়েছেন তার বিল হয়েছে ৩২ দশমিক ৪৩ মার্কিন ডলার।
মিশিগানের যে কোনো রেস্তোরাঁ কিংবা ক্যাফেতে খাবারের বিলের সঙ্গে টিপস দেওয়ার নিয়ম চালু রয়েছে। সাধারণত সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত টিপস দেওয়া হয়। টিপস কখনোই বিলের সমান তো নয়ই, অর্ধেকও হয় না। যে পরিমাণ বিল হয়েছে তা টেবিলে রাখেন গ্রাহক মার্ক। এরপর তিনি বিলের পাশেই টিপস রেখে বেরিয়ে যান।
মার্ক চলে যাওয়ার পর খাবার পরিবেশনকারী ওয়েটার বোবার মতো দাঁড়িয়ে থাকে। সহকর্মীরা তার পাশে এসে হতবাক হয়ে যায়। তারা দেখতে পায় বিলের উপর প্রায় ৩০ হাজার ৮৩৫ শতাংশের সমান ডলার টিপস হিসাবে রেখে গেছেন মার্ক। ম্যাসন জার ক্যাফের ম্যানেজার টিম সুইনি প্রথমে এত ডলার টিপস পাওয়ার কথা বিশ্বাস করেননি। তিনি বলেন, সাধারণত, আমরা এখনে ১০০ ডলার টিপস দেখতে পাই। কিন্তু ওই গ্রাহক ১০ হাজার মার্কিন ডলার টিপস একেবারেই অবিশ্বাস্য।
মার্ক যা খেয়েছেন তার বিল হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৫৪৪ টাকা। আর তিনি টিপস দিয়েছেন বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা। অসাধারণ টিপস দেখার পর সুইনি প্রাথমিক ভাবে সম্পূর্ণ অবিশ্বাস অনুভব করেছিলেন। কিন্তু টিপসের পরিমাণ নিশ্চিত করতে গ্রাহকের সঙ্গে কথাও বলেন। টিপের বৈধতা নিশ্চিত করার পরে, ওয়েটারও হতবাক হয়ে যায়। মার্ক প্রকাশ করেছেন যে টিপসটি সম্প্রতি তার মৃত বন্ধুর স্মরণে ছিল। কারণ তিনি বন্ধুর শেষকৃত্যের জন্য শহরে এসেছিলেন।
ইনস্টাগ্রামে মেসন জার ক্যাফের একটি ক্যাপশনের পাশাপাশি বিলটির একটি স্ন্যাপশট শেয়ার করেছে। এতে লেখা ছিল, ‘আমি কাঁদছি, আপনি কাঁদছেন, আমরা সবাই কাঁদছি। গতকাল একজন গ্রাহক খাবারের জন্য মেসন জারে এসেছিলেন এবং আমাদের সার্ভারকে ১০,০০০ মার্কিন ডলার টিপ রেখেছিলেন! ওই কর্মী এমনকি অন্য কর্মীদের সঙ্গে টিপ শেয়ার করেছে।
এই পোস্টের ক্যাপশনে আরও লেখা হয় যে ‘এমন একটি সময়ে যেখানে এত কিছু ঘটছে। আমরা সেই ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম যিনি এই জীবন পরিবর্তনকারী কাজটি করেছেন। জিনিসগুলো কখনও কখনও ভারী মনে হতে পারে। তবে এটি এমন একটি আশ্চর্যজনক কাজ ছিল যা আমাদের রেস্তোরাঁয় সরাসরি দেখেছি’।
এরপরই ওই ক্যাফের মালিক বড় পদক্ষেপ গ্রহণ করেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ওই কর্মীকে এত বেশি ডলার টিপস নেওয়ার জন্য কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়। কিন্তু এরপরই নেটিজেনরা নিজেদের রাগ ও বিরক্তি প্রকাশ করে। অনেক সোশ্যাল মিডিয়ায় লিখে ওই ক্যাফেতে আর না যাওয়ার কথাও বলেছেন। সূত্র: রেডিট, এনডিটিভি, রিপাবলিক ওয়ার্ল্ড।